শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 April, 2018 01:41

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৩

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৩
মেইল ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বৃহষ্পতিবার দেশটির সেনাবাহিনী ও দু’টি সশস্ত্র গোষ্ঠির মধ্যে সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছে। 

নিহতদের মধ্যে দু’জন সেনাসদস্যও রয়েছে।

নাইজেরিয় সেনাবাহিনীর মূখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টেক্সাস চুকউু বলেছেন ঘটনাটি ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় যামফারা প্রদেশে। সেখানে স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে সৃষ্ট দাঙ্গা প্রতিহত করতে সেনা সদস্যদের পাঠনো হয়েছিলো।

তিনি আরও বলেন, সংঘর্ষে আহত বেশীর ভাগ ব্যক্তিই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। তবে সেনাবাহিনী তাদের সব অস্ত্রসস্ত্র বাজেয়াপ্ত করেছে।

এদিকে দেশটির ন্যাশনাল ইমারজেন্সী ম্যানেজমেন্ট এজেন্সী’র একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে, সংঘর্ষে ৫৪ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় ৭ হাজার লোক বাস্তচ্যুত হয়েছে।

নাইজেরিয়ার পশুপালক গোষ্ঠি যারা ‘ফুলানী’ নামে পরিচিত তারা তাদের গবাদী পশুর খাদ্যের সন্ধানে বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলে বসবাস করছে, তারা অভিযোগ করেছে যে, একই অঞ্চলে বাসকৃত কৃষকেরা তাদের গবাদী পশু চুরি করছে এবং তাদের আক্রমন করছে।


সূত্র: আনাদলু এজেন্সি

উপরে