শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 April, 2018 01:41

সৌদিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন ৩ নারী

সৌদিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন ৩ নারী
মেইল রিপোর্ট :

সৌদি আরবের সাংস্কৃতির কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা জেনারেল অথরিটি অব কালচারের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন তিন নারী।

তারা হলেন- শিল্পকলা বিশেষজ্ঞ মোনা খাজিনদার, নাট্যকার মায়সা আল সোবাহি ও চলচ্চিত্র পরিচালক হাইফা আল মানসুর।

সৌদির সংস্কৃতি ও তথ্যবিষয়ক মন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ শুক্রবার তাদের নিয়োগ দেন বলে জানিয়েছে আল আরাবিয়া।

এর মধ্যে মোনা খাজিনদার সৌদি চিত্রকলা জগতের পরিচিত মুখ।।তিনি প্যারিসভিত্তিক আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রথম নারী পরিচালক ছিলেন।

এ ছাড়া সংস্কৃতি ও সৃজনশীলতাবিষয়ক আল মানসুরিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

মায়সা আল সোবাহি একজন নাট্যকার ও পরিচালক। সৌদি আরবজুড়ে আগে থেকেই তার ব্যাপক পরিচিতি রয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে যোগ দিয়ে তিনি নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন। মায়সা আল সোবাহি সৌদির সংস্কৃতি ও সামাজিক বিষয়-আশয়ে নতুন করে আলোকপাত করতে সক্ষম হয়েছেন।

অপরজন হাইফা আল মানসুর সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক। তিনি সৌদি সংস্কৃতি ও চলচ্চিত্র প্রসারের বিষয়ে তিনি খুবই স্পষ্টবাদী। এ ছাড়া সৌদি চলচ্চিত্র শিল্পের অন্যতম পথিকৃৎ।

সংস্কৃতিমন্ত্রী ড. আওয়াদ বলেন, রাজ্যের সংস্কৃতি ও চারুকলা খাতের বিকাশে কাজ করাই পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব। মূলত এটিকে একটি প্রতিযোগিতাপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে।

এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে আমরা সাংস্কৃতিক আদান-প্রদান করতে চাই। যেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপরে