সৌদি আরবে প্রথমবারের মতো আরব ফ্যাশন উইক
প্রথমবারের মতো আরব ফ্যাশন উইক আয়োজন করেছে সৌদি আরব। এ উপলক্ষে গত মঙ্গলবার আরব বিশ্বসহ সারা পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের পদচারণায় মুখরিত হয়েছিল সৌদি আরব।
জন পল গুতিয়ের এবং রবার্ট কাভাল্লির মতো বিখ্যাত ফ্যাশন ডিজাইনরা উপস্থিত ছিলেন সৌদি আরব- এ ধরনের খবরে মুখরিত ব্রিটিশ মিডিয়াগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেন থেকে শুরু করে লেবানন পর্যন্ত ফ্যাশন ইন্ডাস্ট্রির হর্তাকর্তা, ডিজাইনার ও মডেলরা। ফ্যাশন উইকটি অনুষ্ঠিত হয় রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে।
আরব ফ্যাশন কাউন্সিলের অনারারি প্রেসিডেন্ট নুরা বিনতে ফায়সাল আল সউদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সৌদি আরবের সবসময়ই ফ্যাশন নিয়ে আগ্রহ ছিল। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটি হঠাৎ করে আবির্ভূত হয়নি। আমরা সৌদি আরবের এই সেক্টরটি একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
আরব ফ্যাশন উইকে দর্শনার্থীরা ডিজাইনারদের কাপড় ভেন্যু থেকেই কেনার সুযোগ পাচ্ছেন। আবার শুধুমাত্র কাপড়ের ডিজাইন দেখেই প্রিঅর্ডার করে রাখার সুযোগও ছিল।
আরব ফ্যাশন উইক এতোদিন আয়োজন করেছিল দুবাই। তবে সৌদি আরবে এই প্রথমবারের মতো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো।
তবে সৌদি আরবে অনুষ্ঠেয় আরব ফ্যাশন উইকটি শুধুমাত্র নারীদের জন্য উন্মুক্ত ছিল। এতে সবাই ক্যামেরা নিয়ে ঢুকতে পারেননি।
সৌদি আরব আয়োজিত আরব ফ্যাশন উইকের পরবর্তী পর্বটি হবে চলতি বছরের অক্টোবরে।