ইসলামকে অবমাননা করতেই ওয়াহাবি মতবাদের জন্ম
মেইল রিপোর্ট :
৮০ বছর আগে ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য সৌদি সরকার গঠিত হয়েছিল। এ মতবাদ প্রচারের জন্য এখন এই অশুভ শক্তি ইসরায়েল ও আমেরিকার সঙ্গে জোট বেঁধেছে।
শুক্রবার তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি এ কথা বলেছেন।
তেহরানের জুমা নামাজের খুতবায় আয়াতুল্লাহ কাশানি শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি ছড়ানোর জন্য ৩০০ বছর আগে ব্রিটেন মুসলিম দেশগুলোতে কাজ শুরু করে। এ লক্ষ্য অর্জন এবং ইসলামের মর্যাদা ক্ষুণœ করার জন্য ব্রিটিশ সরকার ৮০ বছর আগে একটি সরকার গঠন করেছিল; এখন সেই সরকার সৌদি আরবের সরকার হিসেবে পরিচিত।
এই সরকার গঠন করা হয়েছিল ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য এবং এ লক্ষ্য অর্জনের জন্য দেশটির সম্পদকে আর্থিক সমর্থন হিসেবে ব্যবহার করা হয়। এ বাস্তবতা সাধারণ লোকজনের জানা ছিল না কিন্তু এখন তা সবার কাছে পরিষ্কার।