শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 April, 2018 02:10

ইসলামকে অবমাননা করতেই ওয়াহাবি মতবাদের জন্ম

ইসলামকে অবমাননা করতেই ওয়াহাবি মতবাদের জন্ম
মেইল রিপোর্ট :

৮০ বছর আগে ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য সৌদি সরকার গঠিত হয়েছিল। এ মতবাদ প্রচারের জন্য এখন এই অশুভ শক্তি ইসরায়েল ও আমেরিকার সঙ্গে জোট বেঁধেছে।

শুক্রবার তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি এ কথা বলেছেন।

তেহরানের জুমা নামাজের খুতবায় আয়াতুল্লাহ কাশানি শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি ছড়ানোর জন্য ৩০০ বছর আগে ব্রিটেন মুসলিম দেশগুলোতে কাজ শুরু করে। এ লক্ষ্য অর্জন এবং ইসলামের মর্যাদা ক্ষুণœ করার জন্য ব্রিটিশ সরকার ৮০ বছর আগে একটি সরকার গঠন করেছিল; এখন সেই সরকার সৌদি আরবের সরকার হিসেবে পরিচিত।

এই সরকার গঠন করা হয়েছিল ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য এবং এ লক্ষ্য অর্জনের জন্য দেশটির সম্পদকে আর্থিক সমর্থন হিসেবে ব্যবহার করা হয়। এ বাস্তবতা সাধারণ লোকজনের জানা ছিল না কিন্তু এখন তা সবার কাছে পরিষ্কার। 

উপরে