শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 April, 2018 13:19

সিরিয়ায় পুনরায় রাসায়নিক হামলা হলে, আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় পুনরায় রাসায়নিক হামলা হলে, আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

সিরিয়ায় যদিও পুনরায় রাসায়নিক হামলা চালানো হয়, সেক্ষেত্রে আবারো হামলা চালানো হবে বলে দেশটির সরকারের কাছে সতর্কতা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার সিরিয়ার তিন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলার পর এ টুইট করেন তিনি বলে সংবাদমাধ্যম বিবিসিতে উঠে এসেছে। 

ট্রাম্প তার টুইট বার্তায় বলেন, সিরিয়ার উপর হামলা দারুণভাবে সম্পন্ন হয়েছে। তাদের কার্যসাধন হয়েছে বলেও তিনি প্রশংসা করেন।

এদিকে, হামলার ফলে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার যদি আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালানোর জন্য একেবারে প্রস্তুত রয়েছে। 

নিকি হ্যালি বলেন, আমরা সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি খর্ব করতে পেরেছি বলে আমরা নিশ্চিত। যদি সিরিয়ার শাসক আমাদের সংকল্প পরীক্ষা করতে চাওয়ার মতো বোকা হয় তাহলে আমরা এই চাপ অব্যাহত রাখতে প্রস্তুত।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ার কয়েকটি সরকারী স্থাপনায় হামলা চালায়।

সিরিয়ার সরকারী বাহিনী এ পর্যন্ত ৭১টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করেছে বলে জানা গেছে। 

উপরে