নৌ-মহড়ার মধ্যদিয়ে তাইওয়ান-যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ক্রমবর্ধমাণ সম্পর্কের বিরুদ্ধে ব্যাপক সতর্কবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান প্রণালীতে ‘লাইভ-ফায়ার ড্রিল’ পরিচালনার আদেশের মধ্যদিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে এই হুঁশিয়ারি পাঠান শি।
শি’র নির্দেশে আগামী বুধবার অনুষ্ঠিতব্য মহড়াটি হতে যাচ্ছে, স্বায়ত্বশাসিত তাইওয়ান দ্বীপে ২০১৫সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা নৌবাহিনীর গোলাবারুদের সাহায্যে পরিচালিত প্রথম নৌ-মহড়া।
২০১৫ সালের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্ক বেশ উষ্ণ ছিলো। কেননা, দ্বীপটির তৎকালীন প্রেসিডেন্ট মা ওয়িং-জেউয়ের সঙ্গে শি’র ঐতিহাসিক বৈঠকের পর থেকেই দুই নেতার মধ্যে সম্পর্কের বরফ গলতে দেখা যায়। তবে, মা’র উত্তরসূরি ও বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ইয়েন দেশটির ক্ষমতায় বসার পর থেকেই চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট সাই সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় গতমাসে ভ্রমণ আইনসহ দু’টি চুক্তি সই করে।