সিরিয়ায় আইএসের উপর ইরাকি বিমান হামলা
সিরিয়ার অভ্যন্তরে ইরাকি বিমানবাহিনী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন দায়েশের ঘাঁটিগুলো লক্ষ্য করে এক প্রচ- বিমান হামলা চালিয়েছে।
ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের এক টুইটার বার্তায় বলা হয়, আমাদের বীর বিমানবাহিনী আজ বৃহস্পতিবার দায়েশের বিরুদ্ধে প্রচ- আঘাত হেনেছে। দায়েশ ইরাক এবং সিরিয়ায় আইএসআইএস বা আইএসআইএল এর আঞ্চলিক নাম।
ইরাকি এয়ারফোর্সের টুইটার বার্তায় বলা হয়, আমাদের কম্যান্ডার ইন চীফ হায়দার আল আবাদির নির্দেশে আমরা সিরিয়ান সরকারের অনুমতি নিয়েই দেশটিতে অবস্থিত দায়েশের স্থাপনায় এফ-১৬ বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়েছি। ইরাকি ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রসুল বলেন, ইরাকের আকাশসীমায় অবস্থান করেই আমাদের যুদ্ধ বিমানগুলো ইরাকের আনবার প্রদেশের সীমানা সংলগ্ন সিরিয়ার দেইর আজ জৌরে দায়েশের ঘাঁটিগুলো লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায়।
ইরাকি প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেয়ার ব্যাপারে তার অবস্থান নিশ্চিত করেছেন। তবে ইরাকি কতৃপক্ষ হামলায় আইসিসের জানমালের ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোন বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
উল্লেখ্য সিরিয়া সীমান্ত সংলগ্ন ইরাকের আনবার প্রদেশে এখনো কিছু আইএস সন্ত্রাসীদের অবস্থান রয়ে গেছে যা নির্মূল করতে ইরাকি সেনাবাহিনী তৎপর রয়েছে। এছাড়াও এই প্রথম ইরাকি প্রধানমন্ত্রী সিরিয়ায় এমন হামলার অনুমতি দিলেন না, এর আগে ২০১৭ সালে তিনি সিরিয়ায় সন্ত্রাসী সংঘটনটির উপর হামলার নির্দেশ দেন।