জেরুজালেমে নিজেদের দূতাবাস স্থানান্তর করবে রোমানিয়া!
জেরুজালেমে নিজেদের ইসরায়েলি দূতাবাস স্থানান্তর করবে রোমানিয়া। রোমানিয়ার দূতাবাস তেল-আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তরের বিষয়টি দেশটির সরকার অনুমোদন দিয়েছে, বলে জানিয়েছেন দেশটির ক্ষমতায় আসীন সোশ্যাল ডেমোক্রেটস পার্টির প্রভাবশালী নেতা ও নিম্নকক্ষের স্পিকার লিভিউ ড্রাগনেয়া।
বৃহস্পতিবার দেশটির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে ড্রাগনেয়া জানান, বুধবার সরকার রোমানিয়ার ইসরায়েলের দূতাবাস তেল-আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়ে মত দিয়েছে।
২০১৭ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদেশগুলো ও ফিলিস্তিন ক্ষুব্ধ হয়ে ওঠে। ট্রাম্পের ঘোষণার পর কয়েকটি দেশ তাদের দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণা দেয়, যার তালিকায় সর্বশেষ রোমানিয়া যুক্ত হলো।
তবে অন্যদিকে, শুক্রবার রোমানিয়ার প্রেসিডেন্ট ইওহানিস এক বিবৃতিতে জানান, সরকার এখনও পর্যন্ত সিদ্ধান্তটি সম্পর্কে ওয়াকিবহাল নয়।
ইওহানিস বলেন, এধরণের একটি সিদ্ধান্ত নিতে হলে আগে সকল বৈদেশিকনীতি ও জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর অনুমোদন এবং সূক্ষ্ম আলোচনার পরই নেওয়া হবে।
এদিকে, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত খবরটির সত্যতা নিশ্চিত করে কিছু জানানো হয়নি।