শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 April, 2018 15:49

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ যাত্রী নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ যাত্রী নিহত
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় একটি বিধ্বস্ত বিদ্যুৎ কেন্দ্র
মেইল রিপোর্ট :

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিয়াজ প্রদেশে যাত্রীবাহী একটি গাড়িতে হামলা চালানো হয়েছিল। এতে গাড়িটির ২০ যাত্রীর সবাই নিহত হন।

ছয়টি মরদেহ শনাক্ত করা গেছে, বাকিদের শরীর এমনভাবে ঝলসে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

সৌদি জোটের এক মুখপাত্র বলেন, তারা এই ঘটনার তদন্ত করবেন। এ সংক্রান্ত প্রতিবেদন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

ইরান সমর্থিত হুতি সম্প্রদায়কে হটাতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে।

তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটির রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবারে হুতি বিদ্রোহীরা এক নারীসহ দুইজনকে হত্যা ও চারজনকে আহত করেছে। ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ জানায়, এছাড়াও ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। দেশটি এখন দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে।

উপরে