শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 April, 2018 13:01

উত্তর সীমান্তে প্রচারণামূলক সম্প্রচার বন্ধ করলো দ. কোরিয়া

উত্তর সীমান্তে প্রচারণামূলক সম্প্রচার বন্ধ করলো দ. কোরিয়া
মেইল রিপোর্ট :

উত্তর কোরীয় সীমান্তে লাউড স্পিকারের মাধ্যমে চালানো প্রচারণামূলক সম্প্রচার বন্ধ করলো দক্ষিণ কোরিয়া। 

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য ঐতিহাসিক আন্তঃকোরীয় সম্মেলনকে সামনে রেখে এসিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উত্তর সীমান্তে বেশকিছু লাউড স্পিকারের মাধ্যমে দক্ষিণের জনপ্রিয় ব্যাঙ্গাত্মক ‘কে-পপ’ সঙ্গীত ও উত্তর কোরিয়ার সমালোচনামূলক খবর সম্প্রচারিত হত। 

তবে এদিকে, উত্তর কোরিয়াও তাদের সম্প্রচার বন্ধ করবে কিনা তা জানা যায়নি। যেখানে সিউল ও তাদের মিত্রদেশগুলোর সমালোচনা করে প্রতিবেদন বাজানো হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে প্রচারণামূলক সম্প্রচার বন্ধ করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, ‘আমরা আশাকরি এই সিদ্ধান্তের মধ্যদিয়ে দুই কোরিয়ার যৌথ ব্যাঙ্গ-বিদ্রুপ, পরস্পরের বিরুদ্ধে চালানো প্রোপাগান্ডা বন্ধ হবে। একইসাথে, দুই কোরিয়ার শান্তির পথে নতুন যাত্রা শুরু হবে।’

আগামী ২৭ এপ্রিল দক্ষিণ কোরিয়া এবং মে মাসের শেষে কিংবা জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে সামনে রেখে, শনিবার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত এবং দেশটির একটি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। 

এর প্রেক্ষিতেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনতে প্রোপাগান্ডা-মূলক লাউডস্পিকার বন্ধের সর্বশেষ সিদ্ধান্তটি নেওয়া হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

উপরে