শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 April, 2018 13:04

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০
মেইল রিপোর্ট :

উত্তর কোরিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর কোরিয়া হোয়ংহায়ে প্রদেশে এ ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন।

সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি। খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। এতে চীনের বহু পর্যটক হতাহত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’

দুর্ঘটনাকবলিত বাসটির ছবিও প্রকাশ করে তারা। পরে অবশ্য প্রতিষ্ঠানটি ওই টুইট মুছে ফেলে।

উত্তর হাওওয়াং পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী রাজ্য। পর্যটকদের কাছে স্থানটি বেশ আকর্ষণীয়।উত্তর কোরিয়া ভ্রমণ বেশিরভাগ দেশের কাছে নিষিদ্ধ। তবে চীনের পর্যটকদের কাছে দেশটির পর্যটন খুবই জনপ্রিয়।

উত্তর কোরিয়ায় আসেন এমন পর্যটকদের মধ্যে ৮০ শতাংশই চীনের। দক্ষিণ কোরিয়াভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দ্য কোরিয়ান মেরিটাইম ইনস্টিটিউটের তথ্যে, উত্তর কোরিয়া বছরে প্রায় ৪৪ মিলিয়ন ডলার শুধুমাত্র চীনের পর্যটকদের কাছ থেকে রাজস্ব আয় করে।

উপরে