শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 April, 2018 13:04

নাইজেরিয়ায় চার্চে হামলায় দুই ধর্মযাজকসহ নিহত ১৯

নাইজেরিয়ায় চার্চে হামলায় দুই ধর্মযাজকসহ নিহত ১৯
মেইল ডেস্ক :

নাইজেরিয়ায় একটি চার্চে বন্দুকধারীর হামলায় দুই ধর্মযাজকসহ ১৯ জন নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। 

প্রদেশটির পুলিশের মুখপাত্র টারভার আকাছে বলেছেন, ওই হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর লোকদের ছদ্মবেশে এই হামলা চালায়। এসময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে দেয়।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই তাদের ধরতে পারবো বলে আশা করছি। আকাছে বলেন, মঙ্গলবারের ওই হামলার কয়েকদিন আগে বন্দুকধারীরা মিডল বেল্ট এলাকার ১০ জন বাসিন্দাকে হত্যা করেছে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ফুলানি মুসলিম সম্প্রদায় ও সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণির খ্রিস্টানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। তারা জানাচ্ছে, এর আগে ভয়াবহ হামলা চালিয়ে কৃষকদের ওই এলাকা ছাড়া করে ফুলানিরা।

পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছরের জানুয়ারিতে রাখাল গোষ্ঠী ও কৃষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হয়। 

এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার নিন্দা জানিয়ে এটিকে জঘন্য ও শয়তানোচিত হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেনু প্রদেশে হত্যাকান্ডের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বেনু ভ্যালি প্রফেশনাল নেটওয়ার্ক নামের একটি গ্রুপ। তারা ‘নিরস্ত্র অসহায় মানুষজনকে অহেতুক হত্যা করা বন্ধের’ আহবান জানিয়েছে।

উপরে