শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 April, 2018 18:14

ইরানের পক্ষে থাকার ঘোষণা দিল চীন

ইরানের পক্ষে থাকার ঘোষণা দিল চীন
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং
মেইল রিপোর্ট :

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষায় ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে ওই সমঝোতা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকারও ব্যক্ত করেছে দেশটি।

পরমাণু সমঝোতা থেকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার তৎপরতা জোরদার করেছেন তখন চীন এমন ঘোষণা দিল।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্র অটল থাকবে কিনা তা আগামী ১২ মের মধ্যে সিদ্ধান্ত দেবে দেশটি।

শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং পরমাণু সমঝোতার প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় চুক্তি যা ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘ আলোচনার পর সই হয়। এ সমঝোতাকে ২২৩১ নম্বর প্রস্তাবনা পাসের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদনও দিয়েছে।

হুয়া চুনিং সমঝোতা রক্ষার জন্য সব পক্ষকে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, চীন মনে করে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত সংলাপ জোরদার করা এবং সমঝোতা রক্ষার জন্য বর্তমান পরিস্থিতিতে আন্তরিক ও পূর্ণাঙ্গভাবে তা বাস্তবায়ন করা।

হুয়া চনিং বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য বেইজিং দায়িত্বশীল ও স্বচ্ছ মনোভাব নিয়ে কাজ করবে।

উপরে