সুচির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সাথে বৈঠক
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং শীর্ষ জেনারেল মিন অং হ্লাং-এর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছার পর ডি-ফ্যাক্টো সরকারের ওই দুই শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। তবে দুই পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছানোর পর সু চি ও মিন অং হ্লাং ছাড়াও সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল।
সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদাও’তে পৌঁছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কূটনৈতিক প্রতিনিধিদল। একইদিনে দেশটির বেসামরিক অংশের নেত্রী অং সান সুচি ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ, জেনারেল মিন অং হ্লাইং এর সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রদূতরা।
আজ মঙ্গলবার তাদের রাখাইন রাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদল রাখাইনে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, গত বছরের আগস্ট থেকে রাখাইনে বসবাসকারী সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের নামে নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণ ও অগ্নিসংযোগ চালিয়েছে। এই নির্মমতা থেকে বাঁচতে আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। জাতিসংঘ সামরিক বাহিনীর এই অভিযানকে ‘জাতি-নিধন’ বলে আখ্যায়িত করেছে।