শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 May, 2018 23:29

মালিকির দাবি, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে

মালিকির দাবি, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি
মেইল রিপোর্ট :

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থেকে ইসরাইল সরে দাঁড়ানোয় ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

ইসরাইল কোনোভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার যোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। ইসরাইল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা ধরণের চেষ্টা শুরু করা হয়।

এ ক্ষেত্রে বন্ধুপ্রতীম দেশগুলোর পাশাপাশি আরব লীগ, ওআইসি ও ন্যামের সহযোগিতায় বিবৃতিও প্রকাশ করা হয়। ইসরাইলকে যে নিরাপত্তা পরিষদের সদস্য করা ঠিক হবে না বিবৃতিতে সে বিষয়েও ব্যাখ্যা দেয়া হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা না থাকায় ইসরাইল প্রার্থিতা প্রত্যাহার করেছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে। বাকি ১০টি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে পাঁচটি আসনের জন্য এ বছর নির্বাচন হচ্ছে।

আগামী মাসে অনুষ্ঠিতব্য এ নির্বাচন পশ্চিমা ব্লকের সদস্য হিসেবে ইসরাইল, জার্মানি ও বেলজিয়াম দুটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল।

আরব ও মুসলিম দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে ইসরাইল এ নির্বাচন থেকে সরে গেছে বলে মনে করা হচ্ছে।

চলতি মাসের প্রথম দিকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছিলেন, ইসরাইলের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তারা যে প্রচারণা চালাচ্ছেন তা ইউরোপের দেশগুলোরও সমর্থন পাচ্ছে।

তিনি বলেন, যে ইসরাইলের হাতে প্রতিদিন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লংঘিত হচ্ছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে বিশ্বের শান্তি ও বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে না।

উপরে