শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 May, 2018 13:46

কালো বলে বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ

কালো বলে বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ
মেইল রিপোর্ট :

এক কৃষ্ণাঙ্গ জ্যামাইকান নারী জার্মানির একটি এয়ারলাইনসের উড়োজাহাজে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

ওই নারী বলেন, ফ্লাইট অ্যাটেন্টডেন্টকে ডেকে এক জার্মান ভাষী নারী বলেছেন, তিনি যেন পাইলটকে দিয়ে আমাকে নেমে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তী সময় পাইলট আমাকে নেমে যেতে বলেছেন।

জার্মান এয়ারলাইনস কনডোরে এভাবে এক নারী নিজের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।-খবর টেলিসুর টেভি নেটওয়ার্কের।

সুইজারল্যান্ডের নাগরিক শ্যারন রোচ তার দাদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে জার্মানি হয়ে জেনেভায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।

বিমানের কোনো কর্মীর হাতে এই প্রথম তিনি এমন মারাত্মক বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে জানান।

রোচ বলেন, জ্যামাইকার স্যাংস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার তিনি একটি উড়োজাহাজে ওঠেন। সেখান থেকে তিনি জার্মানিতে গিয়ে দ্বিতীয় আরেকটি ফ্লাইটে গিয়ে জেনেভায় নিজ বাড়িতে যাবেন বলে মনে করেছিলেন।

বিমানে উঠে দেখতে পেলেন তার আসনটি জানালার পাশে। রোচ বলেন, আমি আমার নিজের আসনে বসে পড়ি। সেখানে পাঁচ শ্বেতাঙ্গ নারীর একটি দল ছিল। তারাও একসঙ্গে ভ্রমণে যাচ্ছিলেন। তাদের একজন প্রথমে আমার পাশের আসনে বসতে চেয়ে কালো মানুষের পাশে বসবেন না বলে উঠে যান।

তিনি গো ধরে বলেন, কোনোভাবেই একজন কালো মানুষের পাশে বসে তিনি বিমান ভ্রমণ করবেন না।

এর পর ওই জার্মান ভাষী শ্বেতাঙ্গ নারী ফ্লাইট অ্যাটেন্টডেন্টকে ডেকে পাইলটকে আসতে বলেন। ককেশীয় পাইলট আসার পর তাকে বিমান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

রোচ বলেন, তারা আমাকে বিমান থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু আমি বেরিয়ে যেতে অস্বীকার করি। কারণ ভ্রমণ করার জন্য আমি অর্থ দিয়েছে।

উপরে