চুক্তি ব্যর্থ হলে পারমানবিক সমৃদ্ধিকরন শুরু করবে ইরান
ইরান জানিয়েছে তারা ব্যাপকহারে পারমানবিক সমৃদ্ধকরনের জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের পারমানবিক চুক্তি থেকে সরে আসার প্রতিক্রিয়ায় দেশটি এই কথা জানালো।
শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিকভাবেই মোকাবেলা করবে তার দেশ। একই সাথে তারা নতুন করে পারমানবিক কর্মসূচী শুরু করতেও প্রস্তুত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমানবিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিলে হাজারো মানুষ এর প্রতিবাদে তেহরানের রাস্তায় নেমে আসে এবং পারমানবিক কার্যক্রম শুরুর দাবী জানায়। এর প্রেক্ষিতেই এই ঘোষণা এলো।
এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ায় এবং ট্রাম্পবিরোধী শ্লোগান দেয়।
জারিফ আরো জানান, ইরান এই চুক্তির সহ স্বাক্ষরকারীদের সাথে আলোচনার ভিত্তিতে চুক্তিটি কার্যকর করার চেষ্টা করবে। মঙ্গলবার তিনি ব্রাসেলস এ এই চুক্তির সহ-স্বাক্ষরকারী জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে স্বাক্ষাৎ করবেন।