নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরী সমুদ্রে ভাসালো চীন
প্রথমবারের মতো নিজেদের তৈরি বিমানবাহী একটি রণতরী পরীক্ষামূলকভাবে সমুদ্রে ভাসালো চীন। ১৩ মে রোববার সকালে দেশটির লিয়নিং প্রদেশের একটি বন্দর থেকে রণতরীটি সমুদ্রে যাত্রা করে।
৫০ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ যুদ্ধজাহাজ ২০২০ সালে পরিপূর্ণভাবে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এবং চীনা নৌবাহিনীতে যোগ দেবে। এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের যুদ্ধজাহাজ কুজনেতসব এর আদলে তৈরি করা হলেও রণতরীটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। আপাতত এই রণতরীর নাম রাখা হয়েছে টাইপ ০০১এ।
এটি চীনের দ্বিতীয় রণতরী হলেও নিজের তৈরি প্রথম রণতরী। চীন প্রথম রণতরীটি ২০১২ সালে ইউক্রেনের কাছ থেকে কিনেছিল। সেটি ছিল সোভিয়েত ইউনিয়নের সময়কার একটি বিমানবাহী রণতরী।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানায়, নতুন এ রণতরী নির্মাণের মাধ্যমে চীন তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে।
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের তৈরি বিমানবাহী রণতরীর পরীক্ষামূলক যাত্রা শুরু করল বেইজিং।
এই রণতরীটির আকার আরও বড় করা হবে। করা হবে আরও উন্নত।
উল্লেখ্য, প্রতিবছরই চীনের সামরিক ব্যয়ও বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের পরই চীনের সামরিক ব্যয়।