শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 May, 2018 18:21

এবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করল প্যারাগুয়ে

এবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করল প্যারাগুয়ে
প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
মেইল রিপোর্ট :

আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত এবং ফিলিস্তিনিদের আন্দোলন ও দাবিকে উপেক্ষা করে এবার তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেছে প্যারাগুয়ে।

সোমবার প্যারাগুয়ে তেল আবিব থেকে তাদের এ দূতাবাস স্থানান্তর করে বলে খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।

দূতাবাস স্থানান্তর উপলক্ষ্যে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার ফিলিস্তিনিদের প্রচণ্ড বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের পর জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেয় গুয়াতেমালা।

আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা উপেক্ষা করে দ্বিতীয় দেশ হিসেবে জেরুজালেমে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে দূতাবাস সরিয়েছিল গুয়াতেমালা।

১৯৪৮ সালের ১৫ মে আরব-ইসরাইল যুদ্ধ চলাকালে ইসরাইল প্রতিষ্ঠার পর সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেতে বহিষ্কার করে ইসরাইল। ওই দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পালন করে আসছে।

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে গুয়াতেমালার প্রেসিডেন্টের সঙ্গে সস্ত্রীক উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এদিকে গত সোমবার (১৪ মে) মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে ৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারায় এবং আহত হয় আরও দুই হাজার ফিলিস্তিনি।

উপরে