শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 May, 2018 19:12

ইসরায়েলি পণ্য বর্জনের ইঙ্গিত তুরস্কের প্রেসিডেন্টের

ইসরায়েলি পণ্য বর্জনের ইঙ্গিত তুরস্কের প্রেসিডেন্টের
মেইল রিপোর্ট :

গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে কিছু ইসরায়েলি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তুরস্ক। এমন ইঙ্গিতই দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। 

রোববার বসনিয়া সফর শেষে তুরস্কে ফিরে এরদোয়ান বলেন, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ৫৭ সদস্য ইসরায়েলি পণ্যের ওপর বয়কটের ব্যাপারে সুপারিশ করেছে।

হারিয়েট পত্রিকা এরদোয়ানের বরাত দিয়ে জানিয়েছে, ওআইসি’র সদস্য দেশগুলো ওই সুপারিশের আলোকে বয়কটের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এতে ইসরায়েল থেকে আর কেউ পণ্য কিনবে না। একইসঙ্গে আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবো।

এর আগে ইসরায়েলের অবৈধ দখলদার এলাকা থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করতে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতি শুক্রবার পুনরায় আহ্বান জানায় সংস্থাটি। মূলত ইসরায়েল অধিকৃত পশ্চিমতীর ও গোলান মালভূমিতে যে পণ্য উৎপাদিত হয় সেটির দিকেই ইঙ্গিত করে ওআইসি এমন আহ্বান জানায়।

তবে সব ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা হোক এমনটা বলেনি ওআইসি। ওই ঘোষণায় যেসব দেশ যুক্তরাষ্ট্রের অনুসরণ করে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে সেসব দেশ, কর্মকর্তা, পার্লামেন্ট, কোম্পানি বা ব্যক্তির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়।

১৪ মে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার দিন গাজায় বিক্ষোভে অন্তত ৬২ জন নিহত হয়। এরপর ওই ঘটনায় এরদোয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে আইএমএফ’র তথ্যমতে ইসরায়েলি পণ্যের দশম সর্বোচ্চ বাজার হচ্ছে তুরস্ক। ওই বছর ইসরায়েল থেকে ৩৪০ কোটি টাকার পণ্য আমদানি করে তুরস্ক।

উপরে