শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 May, 2018 15:07

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪
মেইল রিপোর্ট :

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত চার জন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয়।

ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার গণমাধ্যম কেন্দ্রের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করার পর ওই ব্যক্তি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এখনও কোনো জঙ্গিগোষ্ঠী এই  হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আইএস এ হামলা চালিয়েছে।

চলতি মাসের প্রথমদিকে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তারমিয়াতে প্রাণঘাতী এক বন্দুক হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরাককে আইএসমুক্ত ঘোষণা করা হলেও দেশটিতে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলো।

এছাড়া ২০১৭ সালের নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছের মহাসড়কে দুটি রেঁস্তোরা ও একটি পুলিশী তল্লাশিকেন্দ্রে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছিল এবং ১০০ জন আহত হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছদ্মবেশে এবং চুরি করা সামরিক যান চালিয়ে এসে বিস্ফোরক বেল্ট এবং গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা চালিয়েছিল।

উপরে