মাটির নিচে বাংকারে বৈঠক করবে ইসরাইল
ইসরাইলের মন্ত্রিসভার শীর্ষপর্যায়ের সদস্যরা তাদের সাপ্তাহিক বৈঠক ভূগর্ভস্থ নিরাপদ বাংকারে করার সিদ্ধান্ত নিয়েছে। ওই বাংকারের অবস্থান হচ্ছে বায়তুল মুকাদ্দাস শহরের কাছে।
ইসরাইলের গণমাধ্যম মঙ্গলবার খবর দিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে শীর্ষপর্যায়ের মন্ত্রীদের ফোরাম “ন্যাশনাল ম্যানেজমেন্ট সেন্টার” ব্যবহার করা শুরু করেছে।
ভূগর্ভস্থ ওই বাংকারে শোয়ারঘরসহ কমান্ড সেন্টার রয়েছে।
ইসরাইলের চ্যানেল-১০ জানিয়েছে, মন্ত্রিসভার সদস্যরা বলেছেন, গোপন কোনো তথ্য যাতে ফাঁস না হয় সে জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইচ্ছাতে বাংকারে বৈঠক করা হচ্ছে।
বিদেশি নানা পক্ষ গোয়েন্দাবৃত্তি করতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। আগে ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক হতো বায়তুল মুকাদ্দাস শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
ইরানের সঙ্গে যখন ইসরাইলের উত্তেজনা বেড়েছে তখন কার্যত এই পদক্ষেপ নিল ইসরাইলের মন্ত্রিসভা। গত মাসে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় এক ডজনের বেশি মানুষ নিহত হন যার মধ্যে ইরানের সাতজন সামরিক উপদেষ্টা ছিলেন।
এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, হামলার জন্য ইসরাইলকে শাস্তি দেয়া হবে।