শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 May, 2018 14:36

ইতালির প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক

ইতালির প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক
সার্জিও মাতারেল্লা
মেইল রিপোর্ট :

ইতালির চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে যাচ্ছে। অর্থমন্ত্রী নিয়োগে আপত্তি জানানোর পর দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার বিরুদ্ধে অভিশংসনের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট একজন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে যাচ্ছেন। এতে করে আগাম নির্বাচন আয়োজনের দিকে যেতে পারে দেশটি। 

মার্চে নির্বাচনের পর থেকে সরকারহীন অবস্থায় রয়েছে ইতালি। নির্বাচনে কোনও রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই অবস্থা সৃষ্টি হয়। ফাইভ স্টার পার্টি আরেকটি ডানপন্থী দল লিগ-এর সঙ্গে জোট গঠন করে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ বেশিদিন টিকবে না বলেই ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নে ইতালির অবস্থান প্রশ্নে প্রেসিডেন্টের সঙ্গে পপুলিস্ট দলগুলোর বড় ধরনের মতপার্থক্য রয়েছে। দুই দলের পক্ষ থেকে গুইসেপ কন্টেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়। তিনি প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনায় যান। কিন্তু প্রেসিডেন্ট অর্থমন্ত্রী হিসেবে পাওলো সাবোনার নিয়োগ নিয়ে আপত্তি তুলেন। এতে করে নতুন সংকট দেখা দেয়।

ইতালির আইন অনুসারে, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের ক্ষেত্রে আপত্তি জানাতে পারেন প্রেসিডেন্ট। কিন্তু এবারের সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। একই সঙ্গে তিনি সাবেক আইএমএফ কর্মকর্তা কার্লো কতারেল্লিকে অন্তবর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন।

ফাইভ স্টার পার্টির নেতা লুইগি ডি মাইয়ো সংবিধানের ৯০ ধারা অনুসারে প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক দিয়েছেন। এর ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। যদি সংসদ সদস্যদের সমর্থন অভিশংসনের পক্ষে হয় তাহলে সাংবিধানিক আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়া হবে কিনা।

আর লিগ দলের নেতা মাতেও সালভিনি নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রে, যদি আমরা এখনও গণতন্ত্রে থেকে থাকি তাহলে করণীয় একটাই আছে। ইতালির জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে।

উপরে