শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 May, 2018 14:46

মার্কিন যুদ্ধবিমান বাদ দিয়ে রুশ সুখোই-৫৭ কিনছে তুরস্ক!

মার্কিন যুদ্ধবিমান বাদ দিয়ে রুশ সুখোই-৫৭ কিনছে তুরস্ক!
মেইল রিপোর্ট :

বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে মুখিয়ে আছে। সেই ধারাবাহিকতায় নিজেদের বাহিনীকে আরও ভয়ঙ্কর করে তুলছে তুরস্ক। 

তারই জের ধরে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ জঙ্গিবিমান না কিনে তার পরিবর্তে রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ জঙ্গিবিমান কিনতে পারে তুরস্ক। 

এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় জানিয়েছেন, তুরস্কের কাছে বিমান বিক্রিতে যুক্তরাষ্ট্রের নানা শর্তজুড়ে দেওয়ার কারণে আঙ্কারা এমন সিদ্ধান্ত নিতে পারে। 

জানা গেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে চাওয়ায় যুক্তরাষ্ট্র দেশটির কাছে এফ-৩৫ বিমানের সরবরাহ পিছিয়ে দিয়েছে। এমনকি এ বিমান সরবরাহ নাও করা হতে পারে বলে হুমকি দিয়েছে। এ অবস্থায় তুরস্ক বিকল্প হিসেবে রাশিয়ার কাছ থেকে সুখোই-৫৭ বিমান কিনতে পারে। 

মার্কিন এফ-৩৫ বিমানে একটি ইঞ্জিন কিন্তু রুশ সুখোই-৫৭ বিমানে দুটি ইঞ্জিন। এ ছাড়া সুখোই বিমান কিনতে খরচ পড়বে এফ-৩৫ বিমানের প্রায় অর্ধেক। রুশ বিমানটিতে তুর্কি সফটওয়্যারসহ অন্যকিছু সরঞ্জাম বসানো হলে এফ-৩৫ বিমানের চেয়ে সুখোই-৫৭ বিমান তুরস্কের চাহিদা বেশিপূরণ করতে পারে বলে জানান ওই তুর্কি কর্মকর্তা।

উপরে