সিরিয়া নিয়ে উত্তেজনা, বৈঠকে বসবে তিন দেশ
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নিরাপদ এলাকা নিয়ে রাশিয়া, আমেরিকা ও জর্ডান বৈঠকে বসবে।
বোগদানভের বরাত দিয়ে রাশিয়ার রিয়া নভোস্তি মঙ্গলবার এ খবর দিয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একমাত্র সিরিয়ার সেনারা থাকবে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা দয়ার পর বোগদানভ আজ এ কথা বলেন। এলাকাটি জর্দান ও অধিকৃত ফিলিস্তিন সীমান্তে অবস্থিত।
এদিকে জর্দানের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ সিরিয়ার ঘটনা নিয়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনা করছে আম্মান। তিন পক্ষই সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের জন্য নিরাপদ অঞ্চল রক্ষার ওপর জোর দিয়েছে।
সিরিয়ার সেনারা দারা শহরকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্ত করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন তিন দেশ নিরাপদ অঞ্চল রক্ষার বিষয়ে বৈঠকে করতে যাচ্ছে। সম্ভাব্য এ অভিযানের বিরোধিতা করছে আমেরিকা।
প্রসঙ্গত, গত বছর সিরিয়ার দক্ষিণাঞ্চলকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হয়।