অক্টোবরে চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট
মেইল রিপোর্ট :
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাণিজ্যিক ফ্লাইটটি আগামী অক্টোবরে শুরু করতে যাচ্ছে।
১৮ ঘণ্টা ৪৫ মিনিটের বিরতিহীন এ ফ্লাইটটি যাত্রীদের সিঙ্গাপুর থেকে সরাসরি নিউ ইয়র্ক ভ্রমণের সুযোগ করে দেবে।
'এ৩৫০-৯০০ইউএলআর' নামের নতুন একটি বিমান এ ফ্লাইটে ব্যবহার করা হবে যাতে ইকোনমি সিট থাকছে ৯৪টি এবং বিজনেস ক্লাসের সিট সংখ্যা ৬৭টি।
সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ফ্লাইটটি ১৫ হাজার ৩০০ কিলোমিটার আকাশসীমা অতিক্রম করবে। বর্তমানে সবচেয়ে দীর্ঘতম ফ্লাইটটি হল কাতার এয়ারওয়েজের দোহা থেকে অকল্যান্ড, দূরত্ব ১৪ হাজার ৫০০ কিলোমিটার।