শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 June, 2018 16:20

সিরিয়া ছাড়তে যুক্তরাষ্ট্রকে আসাদের হুশিয়ারি

সিরিয়া ছাড়তে যুক্তরাষ্ট্রকে আসাদের হুশিয়ারি
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রকে সিরিয়া ছাড়তে হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে তিনি মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দখল করা ভূখণ্ড পুনরুদ্ধার করার অঙ্গীকার করেছেন।

আসাদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক থেকে শিক্ষা নেয়া উচিত এবং সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করা উচিত। রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। 

সাক্ষাৎকারে আসাদ জানান, এসডিএফের সঙ্গে আলোচনার নতুন দরজা খুলেছে সিরিয়া। তিনি বলেন, এটাই প্রথম সুযোগ। যদি এতে কাজ না হয় তাহলে শক্তি প্রয়োগ করে ওই অঞ্চলগুলো পুনরুদ্ধার করা হবে। যুক্তরাষ্ট্রকে যেতে হবে, যেকোনো উপায়েই তাদের এ অঞ্চল ছাড়তে হবে।

তিনি বলেন, ‘তারা কোনো আইনি ভিত্তি ছাড়াই ইরাক এসেছিল, দেখুন তাদের কী অবস্থা হয়েছে। তাদের শিক্ষা নেয়া উচিত। ইরাকের মতো সিরিয়াও ব্যতিক্রম নয়। এই অঞ্চলে বিদেশিদের গ্রহণ করবে না জনগণ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসাদকে পশু হিসেবে উল্লেখ করেছিলেন।

এ বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে আসাদ বলেন, ‘এর মাধ্যমে ট্রাম্প নিজের চরিত্রই তুলে ধরেছেন। পশু শব্দটি তারই প্রতিনিধিত্ব করে। আমি মনে করি এক্ষেত্রে একটি মূলতত্ত্ব রয়েছে। আপনি নিজে যে চরিত্রের অধিকারী সেটি দিয়েই অন্যকে যাচাই করবেন।’

ট্রাম্পকে এ রকম কোনো উপাধি দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে আসাদ বলেন, ‘আমি এ ধরনের ভাষায় কথা বলি না। এটি তার (ট্রাম্পের) ভাষা। এটি তাকেই প্রতিনিধিত্ব করে। আমি মনে করি এক্ষেত্রে একটি কথা রয়েছে। আপনি নিজে যে চরিত্রের অধিকারী সেটি দিয়েই অন্যকে যাচাই করবেন। কাজেই, তিনি নিজে যা তা দিয়েই তিনি আমাকে বোঝাতে চেয়েছেন এবং এটা স্বাভাবিক। যাই হোক, এ ধরনের ভাষা ও বাক্য প্রয়োগ করে বাস্তবতাকে আড়াল করা যায় না।

সাক্ষাৎকারে সাত বছরের গৃহযুদ্ধে সিরিয়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও তা এড়ানো গেছে বলে দাবি করেন আসাদ।

উপরে