সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ১৬
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হন আরও ১৮ জন।
দেশটির বেসরকারি দাতব্য সংস্থা হোয়াইট হেলমেট জানিয়েছে, রোববারের এই বিমান হামলায় নিহতদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে।
সংস্থাটি জানায়, আসাদ বাহিনীর হামলায় তাফতানাজ, রাম হামদান ও ব্যানিশ গ্রামের বিদ্রোহী জোটের নিয়ন্ত্রিত বেশ কিছু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাফতানাজ গ্রামের মানবাধিকার কর্মী মোহাম্মেদ আবু আল আমিন বলেন, প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
৩৪ বছর বয়সী এই যুবক আরও বলেন, আল নুর হাসপাতাল ও একটি পরিবারের বসতবাড়িসহ শহরের অধিকাংশ ভবনকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
এছাড়া ফাওয়া ও কেফরায়া শহরের আশপাশের ইদলিবের গ্রামগুলোতে হামলা চালানো হয়েছে। ওই দুই শহরে প্রায় হাজার দশেক শিয়া মুসলিম বসবাস করেন।
ফাওয়া ও কেফরায়ায় হায়াত তাহরির আল শামের (এইচটিএস) যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের দুই ঘণ্টা পর নতুন করে এই হামলা চালানো হয়েছে। রোববার সকাল পর্যন্ত এ লড়াই চলছিল।