শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 June, 2018 01:33

ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক শুরুর অপেক্ষায়

ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক শুরুর অপেক্ষায়
মেইল রিপোর্ট :

অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বৈঠকটি। আজ মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৯টায় সান্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

হোয়াইট হাউসের কর্মকর্তা কেলিয়ান কনওয়ে জানিয়েছেন, চুক্তি করতে দুই থেকে পাঁচটা বৈঠক পর্যন্ত হতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক যদি ভালো হয় তাহলে প্রথম বৈঠকের পরে আরও বৈঠক হবে। প্রয়োজন হলে ১৩ জুনও বৈঠক হতে পারে। সময়সূচী সেইভাবেই নির্ধারণ করা আছে। আর যদি ভালো ইঙ্গিত না পাওয়া যায় তাহলে প্রথম বৈঠকেই প্রেসিডেন্টের সিঙ্গাপুর সফরের সমাপ্তি ঘটবে।

প্রেসিডেন্ট ট্রাম্পও শনিবার বলেছেন, বৈঠক সফল হবে কিনা তা আমি এক মিনিটেই বুঝতে পারবো। স্পর্শ এবং অনুভবের মাধ্যমে আমি এটা বুঝতে পারি।

হোয়াইট হাউজের পক্ষ থেক জানানো হয়েছে স্থানীয় সময় সকাল ৯টায় দুই নেতা দেখা করবেন। তবে পারমাণবিক অস্ত্রের কার্যক্রম বন্ধ করার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

ধারণা করা হচ্ছে, বৈঠকের প্রধান আলোচনার বিষয় হবে কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করার ইস্যুটি।

কয়েকজন বিশ্লেষক ধারণা করছেন দুই কোরিয়ার মধ্যকার দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তিও হতে পারে এই বৈঠকের মাধ্যমে।

দুই নেতার বহু প্রতীক্ষিত বৈঠকটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল। গতমাসে একপর্যায়ে ট্রাম্প এই বৈঠকটি বাতিলও ঘোষণা করেছিলেন।

সোমবার হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া সম্পর্কে নিজের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিদিন নির্দেশনা নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প-কিমের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

উপরে