শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 June, 2018 01:09

সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ঈদ

সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ঈদ
মেইল ডেস্ক :

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার এসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার চাঁদ দেখাসাপেক্ষে এসব দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদ ঘোষণা করে। 

এদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে চাঁদ দেখা না যাওয়ায় কেন্দ্রীয়ভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়া হলেও কেরালায় শুক্রবারই ঈদ উদযাপিত হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

অন্যদিকে, আন্তর্জাতিক অ্যাসট্রোনোমিক্যাল সেন্টারের বরাত দিয়ে কাতারের সংবাদ সংস্থা আলজাজিরা তাদের প্রতিবেদনে জানায়, 'সৌদি আরব, আলজেরিয়া, লিবিয়া, মিসর, কুয়েত, কাতার ও ভিয়েতনামেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। '

তবে এসব দেশের সরকারি চাঁদ দেখা কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপনের ঘোষণা দেয়নি বলে উল্লেখ করে আলজাজিরা।

অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শনিবার ঈদুল ফিতর উদযাপন হবে।

উপরে