মার্কিন পণ্যে চীনেরও পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ
চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যাবস্থা হিসেবে চীনও মার্কিন ৬৫৯টি পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শুল্ক বসিয়েছে।
এসব পণ্য দিয়ে দু দেশের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। চীনের কয়েকশ রকমের পণ্যের ওপর মার্কিন সরকার নতুন করে শুল্ক আরোপ করার পর চীন এই পাল্টা ব্যস্থা নিল।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সয়াবিনের মতো তিন হাজার চারশ কোটি ডলার মূল্যের কৃষিপণ্য আমদানির ওপর শতকরা ২৫ ভাগ টেরিফ বসানো হয়েছে হয়েছে এবং আগামী ৬ জুলাই থেকে তা কার্যকর হবে।
আমেরিকা থেকে চীন যেসব পণ্য আমদানি করে তার মধ্যে আর্থিক মূল্যে সয়াবিন হচ্ছে প্রধান। এছাড়া, আমেরিকা থেকে চীন যে এক হাজার ছয়শ কোটি ডলারের অপরিশোধিত তেল, প্রকৃতিক গ্যাস, কয়লা ও সামান্য পরিশোধিত তেল আমদানি করে তার উপর শতকরা ২৫ শতাংশ শুল্ক কবে থেকে বাস্তবায়ন করা হবে তার তারিখ পরে ঘোষণা করা হবে।
এর আগে, গত এপ্রিল মাসে চীন ১০৬টি মার্কিন পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ হারে শুল্ক বসিয়েছে। ওই তালিকায় আমেরিকা থেকে বিমান কেনার ওপরও শূল্ক আরোপ করার কথা বলা হয়েছিল তবে নতুন তালিকায় তার নাম উল্লেখ করা হয় নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পাঁচ হাজার কোটি ডলারের পণ্যর ওপর শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপ করেছেন। চীনের তেরশ' রকমের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর জন্য চলতি বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্র একটি তালিকা প্রকাশ করেছিল।