গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা
মেইল রিপোর্ট :
ইসরাইলি সীমান্তে মর্টার সেল ও রকেট হামলার পরে গাজার অন্তত ২৫ স্থানে হামাসকে লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে দাবি করছে ইসরাইল সেনাবাহিনী।
বুধবার ভোরে ইসরাইলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছে। বাসিন্দারা জানান, ওই দিন সকালে তীব্র রকেট ও বিমান হামলার ঘটনা ঘটে।
তবে ইসরাইলি বাহিনী দাবি করছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা বলছে, বিমান হামলার সময় সাইরেন ও ইসরাইলি ফোনে সতর্কবার্তা সর্বত্র ছড়িয়ে পড়ে।
ইসরাইলি সেনাবাহিনী বলছে, ৪৫টি রকেট ও মর্টার সেল যা ইসরাইলি ভূখণ্ডে হামলা চালানো হয়, ক্ষেপণাস্ত্র ঢাল দ্বারা ৭টি রকেট প্রতিরোধ করা সম্ভব হয়েছে।