শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2018 00:21

ইন্দোনেশিয়ায় তিনতলা থেকে লাফ দিয়ে গরুর আত্মহত্যা!

ইন্দোনেশিয়ায় তিনতলা থেকে লাফ দিয়ে গরুর আত্মহত্যা!
মেইল রিপোর্ট :

তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে একটি গরু। বিষয়টি বিস্ময়কর হলেও এমনটা ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তার প্রমবনান নামের একটি গরুর বাজারের। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য ও গণযোগাযোগ বিভাগের প্রধান প্রু নুগরুহো জানিয়েছেন, প্রমবনান গরুর বাজারের তৃতীয়তলা থেকে একটি গরু আত্মহত্যা করেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ওই সময় গরুটিকে বিক্রি করা হয়। এরপরই জনসমাগম থেকে বের হতে গরুটি ফুঁসে উঠে। কিন্তু গরুটি জানতো না সে তখন তিনতলা ভবনে আছে।

তিনি আরও বলেন, মূলত হঠাৎ অনেক মানুষ দেখে গরুটি ছোটাছুটি শুরু করে। পালানোর চেষ্টা করতে গিয়েই গরুর বাজারের তৃতীয়তলা থেকে লাফ দেয়। আর লাফ দেয়ার পরই গরুটির মৃত্যু হয়।

এদিকে গরুটির মৃত্যু নিয়ে প্রু নুগরুহো তার অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জিহিয়া নামে একজন টুইট করেন ‘দরিদ্র মালিকের গরুটি বৃথাই মারা গেল’।

ফজর আলম টুইটে লিখেন, ‘আমি দুঃখিত, আমি গরুর মৃত্যুর খবরটি সহ্য করতে পারছি না। গরুটির জন্য প্রার্থনা করছি, স্রষ্টা গরুটিকে উত্তম স্থান দান করবেন।’

উপরে