শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2018 19:32

ভূমধ্যসাগর থেকে ১২ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১২ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার
মেইল রিপোর্ট :

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপ পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগর থেকে ১২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেন ও লিবিয়ার কোস্টগার্ড। 

শনিবার স্পেনের উপকূল থেকে তিনটি নৌকায় মোট ৭৬৯ জনকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। এছাড়া রবিবার লিবিয়ার উপকূল থেকে নারী ও শিশুসহ ৪৬০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

লিবিয়া কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাসিম জানিয়েছেন, রবিবার জ্লিতেন শহরের নিকটবর্তী উপকূল থেকে একটি নৌকা থেকে ২২ নারী ও ২৬ শিশুসহ ৯৭ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর খোমসের উপকূল থেকে অন্য দুটি নৌকা থেকে ৮৮ নারী ও ৪৪ শিশুসহ ৩৬১ জনকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ত্রিপোলির একটি নৌবাহিনী কেন্দ্রে এবং খোমস শহরের শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইয়ুব কাসিম।

অন্যদিকে শনিবার স্পেনের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় আট শত অভিবাসন প্রত্যাশীকে। গত কয়েক মাস ধরেই স্পেন শরণার্থীদের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠছে। 

২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত স্পেনে ৩ হাজার ৩২৬ জন শরণার্থী প্রবেশ করে। চলতির বছরের এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৬২৭ শরণার্থী আশ্রয় নিয়েছেন। শুধু চলতি সপ্তাহেই দেশটিতে ২ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে গিয়ে চলতি বছরেই ৮৫০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ২০১৭ সালে নিহতের সংখ্যা ছিলো ২১০০ জন। 

সংস্থাটির ধারণা, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী ইউরোপে পৌঁছেছে। ২০১৭ সালে তা ছিলো ৮০ হাজার।

উপরে