রাজনীতিবিদ হত্যায় মেক্সিকোর ওকাম্পোর সব পুলিশ আটক
মেক্সিকোতে একজন রাজনীতিবিদকে হত্যায় জড়িত থাকার সন্দেহে ওকাম্পো শহরের সব পুলিশকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় বাহিনী।
ফার্নান্দো এঞ্জেলেস জুয়ারেজ (৬৪) নামের ওই রাজনীতিবিদ ওকাম্পোতে আগামী ১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। তাকে গত বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা তার বাসার সামনে গুলি করে হত্যা করে।
মেক্সিকোতে আগামী ১ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে সাম্প্রতিক সময়ে প্রায় ১০০ রাজনীতিবিদ হত্যার শিকার হয়েছেন।
দেশটির পশ্চিমের রাজ্য মিশোয়াকানে গত এক সপ্তাহে হত্যার শিকার তৃতীয় রাজনীতিবিদ হলেন এঞ্জেলেস।
এই হত্যায় জড়িত থাকার সন্দেহে রোববার সকালে ওকাম্পো শহরের ২৭ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জননিরাপত্তা সচিবকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনী।
এঞ্জেলেস একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা ছিল সামান্য।
প্রথমে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও পরবর্তীকালে তিনি মেক্সিকোর প্রধান রাজনৈতিক দল বামপন্থি ডেমোক্রেটিক রিভল্যুশন পার্টিতে (পিআরডি) যোগ দেন।
মিগুয়েল মালাগন নামের এঞ্জেলেসের কাছের এক বন্ধু এই ইউনিভার্সল পত্রিকাকে বলেন, ‘এঞ্জেলেস দারিদ্র্য, অসমতা ও দুর্নীতি সহ্য করতে পারতেন না। তাই তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন।’