পূর্বপুরুষদের এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না চীন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের সাথে এক সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং বলেন,চীন শান্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু দক্ষিণ চীন সাগরের এক ইঞ্চি জায়গাও চীন ছাড়বে না।
চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বিরাজমান।অপরদিকে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর উপর ধারাবাহিক ভাবে চীন জোরদার দাবি করে যাচ্ছে।
জেমস ম্যাটিস ২০১৪ সালের পর প্রথম পেন্টাগন সচিব যিনি চীন সফরে আসেন।ম্যাটিস এশিয়া সফরে মার্কিন সহযোগী ও নিরাপত্তাকে সুদৃঢ় করতে আসেন।
বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের কর্মকর্তাদের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানান প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস।এছাড়া তিনি বলেন,চীনের সাথে সামরিক সর্ম্পককে সর্বোচ্চ গুরুত্ব দেয় যুক্তরাষ্ট।
জিনপিং বলেন, চীন শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ,তবে চীনা অঞ্চলের কোন বিষয়ে ছাড় দেয়া হবে না।এছাড়া তিনি বলেন,তাদের পূর্বপুরুষদের এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না চীন। এবিষয়ে চীন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপ তৈরির মধ্যে দিয়ে চীন ঐ অঞ্চলকে সামরিকীকরণ করছে ও প্রতিবেশীদের মধ্যে ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট।প্রতিবেশী দেশগুলো বিতর্কিত অঞ্চলের দাবি করলেও বৃহৎ অংশ চীনের নিয়ন্ত্রণে।চীন দাবি করে অঞ্চলটি তাদের শতাধিক বছরেরও আগের।অঞ্চলটি প্রধান নৌ-রুট হিসেবে ব্যবহৃত হয়।এলাকাটি মাছের জন্য সমৃদ্ধ এবং ধারণা করা হয় এখানে প্রচুর তেল ও গ্যাস সংরক্ষিত আছে।