শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 June, 2018 00:41

মেক্সিকোয় নির্বাচনের আগে ১৩৩ রাজনীতিক নিহত

মেক্সিকোয় নির্বাচনের আগে ১৩৩ রাজনীতিক নিহত
মেইল রিপোর্ট :

মেক্সিকোয় রোববারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা। 

দেশটির পরামর্শক সংস্থা ‘ইটিলেক্ট’-এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

গত বছর সেপ্টেম্বর মাসে দেশটির নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হওয়ার পর থেকে বুধবার প্রচারণার শেষ সময় পর্যন্ত এই হত্যাকাণ্ড ঘটে। এরমধ্যে ২১ জুন মিচাওকান প্রদেশের অন্তর্বর্তীকালীন মেয়রকে হত্যা করা হয়।

ইটিলেক্ট বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে নির্বাচনে প্রার্থী ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ২৮ জন প্রাথমিক নির্বাচনী প্রচারণার সময় ও অপর ২০ জন সাধারণ নির্বাচনের প্রচারণার সময় নিহত হন।

প্রতিষ্ঠানটির পরিচালক রুবেন সালাজার বলেছেন, দেশটির স্থানীয় পর্যায়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। ৭১ শতাংশ হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচিত কর্মকর্তার ও প্রার্থীদের ওপর প্রচারণার সময় ঘটে।

মেক্সিকান রেডিও নেটওয়ার্ক ফরমুলা জানায়, এই হত্যাকাণ্ড স্থানীয় পর্যায়ের জন্য বড় ধরনের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেন, নিহত রাজনীতিকদের মধ্যে মাত্র একজন কেন্দ্রীয় সিটের জন্য লড়াই করছিলেন।

রেকর্ডের বিচারে এটি দেশটিতে সবচেয়ে সহিংস নির্বাচন। গেলো বছর দেশটিতে সবমিলিয়ে ২৫ হাজার ৩৩৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সালাজার বলেন, ২০১২ সালের নির্বাচনে মাত্র নয়জন রাজনীতিক এবং একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সেনা মোতায়েন করে মেক্সিকো সরকার। এরপর থেকেই সহিংস হয়ে উঠে দেশটি। এরপর দেশটিতে কমপক্ষে দুই লাখ লোক নিহত এবং আরও ৩০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

উপরে