শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 July, 2018 20:03

ইতিহাসের বৃহত্তম বাণিজ্যযুদ্ধ শুরু

ইতিহাসের বৃহত্তম বাণিজ্যযুদ্ধ শুরু
নিজস্ব প্রতিবেদক :

অবশেষে বিশ্বের প্রধান দুই বাণিজ্য পরাশক্তির মধ্যে শুরু হয়ে গেলো ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ। 

চীনের ৩ হাজার ৪০০ কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক গতকাল থেকে কার্যকর হয়েছে। ওয়াশিংটন সময় মধ্যরাত থেকে ২৫ শতাংশ এ শুল্ক কার্যকর করার ফলে যে বাণিজ্যযুদ্ধের সূচনা হয়েছে, বেইজিং তাকে অর্থনীতির ইতিহাসে বৃহত্তম আখ্যা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এ শুল্কের প্রথম ধাপ শুক্রবার থেকে কার্যকর হয়েছে। 

এর ফলে এখন থেকে উড়োজাহাজের টায়ার, বাণিজ্যিক ডিশওয়াশার, ইলেকট্রনিক পণ্য, গাড়ি, কম্পিউটারের হার্ডড্রাইভ ও এলইডিসহ বেশকিছু চীনা পণ্যের আমদানিতে যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ বাড়তি শুল্ক প্রদান করতে হবে।
 
শুল্ক আরোপ ঘোষণার পর বেইজিংও ‘প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ’ নেবে বলে জানিয়েছিল। ট্রাম্পের ঘাঁটি বলে পরিচিত কৃষিভিত্তিক অঞ্চলগুলোকে লক্ষ্য করে মূলত মার্কিন কৃষিপণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করার কথা চীনের।

শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতীয় স্বার্থ এবং এর জনগণের স্বার্থ সুরক্ষায় চীনকে পাল্টা আঘাতের জন্য বাধ্য করা হলো। এ ঘোষণার পর সমমূল্যের মার্কিন পণ্যে শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে দেশটি। 

উপরে