শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 August, 2018 01:49

আফগানিস্তানে সরকারি ভবন ও যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত ২৬

আফগানিস্তানে সরকারি ভবন ও যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত ২৬
নিজস্ব প্রতিবেদক :

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি সরকারি ভবনে মঙ্গলবার আত্মঘাতী বোমা এবং বন্দুক হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। 

এছাড়া পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের একটি শহরে রাস্তার পাশে রাখা বোমার বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের ১১ জন নিহত হয়েছেন।

নানগরহর প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি বলেন, জালালাবাদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

তিনি বলেন, শরণার্থীদের নিয়ে কাজ করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের(এনজিও) সঙ্গে শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের সভা চলার সময় এ হামলা হয়। হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ হয়। এতে ভবনটির ভেতরে থাকা দুই বন্দুকধারী মারা যান।

প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক নজিবুল্লাহ কামাওয়াল বলেন, বিস্ফোরণে পুড়ে মারা যাওয়ায় কয়েকজনকে শনাক্ত করা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের গেটের কাছে অস্ত্রধারী তিনজনকে নামিয়ে যেতে দেখেছি একটি কালো করোলা গাড়িকে। তাদের একজন মূল ফটকের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুই বন্দুকধারী ভবনের ভেতরে প্রবেশ করে।

প্রাদেশিক কাউন্সিল মেম্বার যাবিউল্লাহ বলেন, ভবনটির ভেতরে কয়েকজনকে জিম্মি করে হামলাকারীরা।

এই ঘটনায় তালেবানের কোনও সম্পৃক্ততা নেই বলে সাংবাদিকদের পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে সংগঠনটি।

এদিকে ফারাহ প্রদেশের পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে রাস্তার পাশে তালেবান জঙ্গিদের রাখা বোমা বিস্ফোরণে যাত্রীবাহী বাসটির ১১ জন নিহত এবং ৩১ জন আহত হন।

তবে এই হামলার বিষয়ে কিছুই বলা হয়নি তালেবানের পক্ষ থেকে।

উপরে