দুই দশকের মধ্যে প্রথম চীনের রফতানির চেয়ে আমদানি বেশি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যেই বছরের প্রথম ছয় মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৮ দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে চীন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গত ২০ বছরের মধ্যে এবারই প্রথম রফতানির চেয়ে আমদানি বেশি করেছে।
বিদেশে পণ্য রফতানির ক্ষেত্রে বছরের পর বছর শীর্ষ অবস্থানে থাকা চীন এবারও বাণিজ্য উদ্বৃত্তের ধারাবাহিকতা ধরে রাখার যে স্বপ্ন দেখেছিল, চলতি বছরের প্রথম চার মাসেই তাতে ব্যাঘাত ঘটে।
দেশটির গত ১৭ বছরের ইতিহাসে এবারই প্রথম জানুয়ারি-এপ্রিল প্রান্তিকে রফতানির চেয়ে আমদানি ব্যয়ের পরিমাণ বেশি হয়।
অর্ধবার্ষিকে এসে প্রথম চার মাসের ঘাটতি ৩৪ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ২৮ দশমিক ৩ বিলিয়নে নেমে এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেইঞ্জ (এসএএফই)।
এর মধ্যে সেবাখাত কেন্দ্রিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৭ দশমিক ৩ বিলিয়ন, তিন মাস আগেও যা ছিল ৭৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভ্রমণ, যাতায়াত ও মেধাস্বত্ত অধিকার সংরক্ষণে বিপুল এ ঘাটতির দেখা মিলেছে।
তবে প্রথম অর্ধবার্ষিকের পণ্য বাণিজ্যে ঠিকই ধারাবাহিকতা ধরে রেখেছে দেশটি। জানুয়ারি-জুন পর্যন্ত এ খাতে চীনের উদ্বৃত্তের পরিমাণ ১৫৫ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বিদেশে বিভিন্ন সেবায় খরচ বৃদ্ধির বিপরীতে পণ্য বিক্রিতে আয় কমায় ২০ বছরের মধ্যে প্রথম অর্ধবার্ষিকে চীন এ বাণিজ্য ঘাটতি দেখল বলে জানিয়েছে ক্যাক্সিন সাময়িকী।
২০০৮ সালের বিশ্ব মন্দার পর থেকেই চীনের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ কমতে থাকে, যা প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে।