শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 August, 2018 02:27

১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান

১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান
মেইল রিপোর্ট :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৮ আগস্ট শপথ নেবেন। শুক্রবার পিটিআই নেতা ফয়সাল জাভেদ এই তথ্য জানিয়েছেন। 

এর আগে পিটিআই-এর পক্ষ থেকে বলা হয়েছিল যে, ১১ আগস্ট শপথ নেবেন ইমরান খান। 

গেল ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের পিটিআই ১১৬ আসন পায়। তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনিই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন আগামী ১৩ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। ওইসময় পার্লামেন্টের নতুন নির্বাচিত সদস্যরা শপথ নেবেন। জাতীয় পরিষদের সদস্যরা শপথ নেয়ার পর স্পিকার, ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট নেতা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে আজ দিনের শুরুতে সূত্র জানিয়েছে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের কারণে বিদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন। আগামী ১৬ থেকে ১৯ আগস্ট এডিনবার্গ সফরে থাকার কথা ছিল প্রেসিডেন্ট মামনুনের।

ওই সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিদেশ সফরে যাবেন প্রেসিডেন্ট।

এদিকে বৃহস্পতিবার পিটিআই’র মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন, পার্লামেন্টে ‘প্রথম দফার’ ভোটাভুটিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন ইমরান খান। পিটআই মুখপাত্র আরও দাবি করেন যে, জাতীয় পরিষদের ১৮০ সদস্যের সমর্থন রয়েছে তার দলের।

অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা মজলিশ-ই-আমালসহ বিরোধী বিভিন্ন দল প্রধানমন্ত্রীসহ জাতীয় পরিষদে তার নিজ নিজ স্পিকার মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উপরে