শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 August, 2018 02:31

আফগানিস্তানে তালেবান হামলায় ১৪ সেনা নিহত

আফগানিস্তানে তালেবান হামলায় ১৪ সেনা নিহত
মেইল রিপোর্ট :

আফগানিস্তানের গজনিতে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ২টার দিকের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ সেনা। এছাড়া ২০ সেনাসহ আহত হয়েছেন আরও শতাধিক। 

গজনী শহরের হাসপাতালের কর্মকর্তা বাজ মোহাম্মদ হেমাত এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। 

তালেবানের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা নগরীর অধিকাংশ সরকারি ভবন দখল করে নিয়েছে।

বাজ মোহাম্মদ হেমাত জানান, আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনিতে তালেবান জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ আফগান সৈন্য। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য রয়েছেন।

তিনি আরও জানান, বেসামরিক এলাকা ও বিভিন্ন সেনা চৌকিতে মর্টার হামলা চালানো হয়। সেখানে যুদ্ধে অনেক তালেবান জঙ্গি নিহত হয়েছেন এবং তাদের মরদেহ বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে।

প্রাদেশিক পুলিশ প্রধান ফরিদ আহমেদ মাশাল বলেন, তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন অবস্থান থেকে হামলা শুরু করে।
গজনির বাসিন্দা ইয়াসান জানান বলেন, তালেবানরা মসজিদের মাইক ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলেছে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ন্যাটোর তিন সেনা সদস্য নিহত হয়েছিলেন। ওই হামলারও দায় স্বীকার করেছিলেন সন্ত্রাসী সংগঠন তালেবান। 

উপরে