নিষেধাজ্ঞা সত্ত্বেও উ. কোরিয়া থেকে কয়লা আমদানি করছে দ. কোরিয়া
জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠাণ উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি করেছে বলে জানা গেছে। দক্ষিণ রাশিয়ার নাম করে উত্তরের কয়লা আমদানি করেছে।
শুল্ক বিভাগ আমদানীকারকদের নাম ফাঁস করেনি তবে ৩৫ হাজার টন কয়লা দক্ষিণে নেয়া হয়েছে।
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ও ব্যালাষ্টিক ক্ষেপনাস্ত্র বানাচ্ছে এই অভিযোগে জাতিসংঘ এই নিষেধাজ্ঞা জারি করেছিল।২০১৭ সালের কয়েক মাসে ৫.৮ মিলিয়ন ডলার মূল্যের এই কয়লা দক্ষিণ উত্তর থেকে আমদানি করে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় তাদের কয়লার দামও কমে গেছে।
কোরিয়ার কাষ্টমস বিভাগ বলেছে, কাস্টমস আইন ভেঙ্গে যারা বা যে সব প্রতিষ্ঠাণ কয়লা আমদানি করেছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যে ১৪টি জাহাজে করে কয়লা পরিবহন করা হয়েছে সেই জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধ বলে উত্তর কোরিয়ার লোহা ,সি ফুডসহ বেশ কিছু পন্য রপ্তানি নিষিদ্ধ করেছে। মারণাস্ত্র তৈরীতে উত্তর কোরিয়াকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ট্রাম্পের সাথে বৈঠক আয়োজন,চীন ও সিউলের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উত্তর কোরিয়া অনেকটা নির্ভার অবস্থায় রয়েছে।