শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 August, 2018 17:41

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
মেইল রিপোর্ট :

শান্তিতে নোবেলজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৮০ বছর। 

কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে- ‘কিছুদিন রোগে ভোগার পর শনিবার স্বাভাবিকভাবে’ তিনি মারা গেছেন। এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন তাকে ‘বৈশ্বিক কূটনীতিক এবং গভীর প্রতিজ্ঞাবদ্ধ আন্তর্জাতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তিনি সারা জীবন সমতা ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার জন্য লড়াই করে গেছেন।

সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, যখন কেউ বিপদগ্রস্ত হয়েছে তিনি তাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন। তিনি তার গভীর সমবেদনা ও সহমর্মিতা দিয়ে বহু মানুষের জীবন ছুঁয়ে দিয়েছেন। তিনি সবসময় অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। এরমধ্য দিয়ে কফি আনানের অকৃত্রিম উদারতা, উষ্ণতা এবং প্রতিভা ফুটে উঠেছে।

প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে বিশ্বের সর্বোচ্চ কূটনীতিকের দায়িত্ব পালন করেন কফি আনান। তিনি দুই দফায় ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন ছিলেন।

পরে তিনি সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করেন। মানবিক কর্মকাণ্ডের জন্য ২০০১ সালে নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

উল্লেখ্য, কফি আনান জাতিসংঘের মহাসচিব থাকাবস্থায় ইরাক যুদ্ধ এবং এইডস (এইচআইভি) বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ে।

উপরে