মিশরে ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি
মেইল রিপোর্ট :
ইন্টারনেট ব্যবহারের উপর কড়াকড়ি আরোপ করে তৈরি করা নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
নতুন এ আইনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি মনে হলে সরকার যেকোন ওয়েবসাইট ব্লক করে দিতে পারবে।
এ ধরনের সাইট চালানো বা সাইটে প্রবেশের অপরাধে হতে পারে কারাদণ্ড ও জরিমানা।
কর্তৃপক্ষের দাবি অস্থিতিশীলতা ও সন্ত্রাস প্রতিরোধে এ আইন করা হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার সব ধরনের ভিন্নমত দমন করতে চায়।
কায়রো ভিত্তিক অ্যাসোসিয়েশন অব ফ্রিডম অব থট এন্ড এক্সপ্রেশন বলছে আইন করার আগেই ৫ শতাধিক ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়েছে।