'এক বছরেই ২৪ হাজার রোহিঙ্গা হত্যা হয়েছে মিয়ানমারে'
মিয়ানমারের সেনারা ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে।
এমন তথ্য উঠে এসেছে রোববার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী বলেন, ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনার গুলিতে আহত হয়েছেন।
গবেষণা অনুযায়ী, ৩৪ হাজারের বেশি লোককে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া ১ লাখ ১৪ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নির্যাতনের শিকার হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক লাখ ১৫ হাজার ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ঘরবাড়ি। আর ১৭ হাজার ৭১৮ রোহিঙ্গা নারী ধর্ষিত হয়েছে।
এ হত্যাকাণ্ডকে ‘জাতিগত নিধন’ বলে জাতিসংঘ ঘোষণা করেছে।
এদিকে রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের চার সামরিক কর্মকর্তা, পুলিশ কমান্ডার ও দু’টি সামরিক শাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৭ আগস্ট মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করে।
উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর সামরিক নিধন অভিযানের কারণে রোহিঙ্গারা তাদের নিজ ভূমি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন। গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে মুসলমানদের বিরুদ্ধে নতুন করে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযান শুরু করে। রোহিঙ্গা মুসলমানরা প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।