শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 August, 2018 15:25

সিধুর সেই আলিঙ্গন আন্তরিকভাবে গৃহীত হওয়া উচিত: আফ্রিদি

সিধুর সেই আলিঙ্গন আন্তরিকভাবে গৃহীত হওয়া উচিত: আফ্রিদি
শহীদ আফ্রিদি-ফাইল ছবি
মেইল ডেস্ক :

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক এ অধিনায়কের প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার নভজিত সিং সিধু। তাকে শান্তির দূত আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে ইমরান খানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পাকিস্তানি জেনারেলকে আলিঙ্গন করে ভারতে কঠিন সমালোচনার মুখ পড়েন সিধু। ভারতের সাবেক এই তারকা ক্রিকেটারের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন,আমি আশা করি সিধুর সেই উষ্ণ আলিঙ্গন আন্তরিকভাবে গৃহীত হবে।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, আলিঙ্গনের এই বিষয়কে নিয়ে মতানৈক্য করা ঠিক নয়। প্রতিবেশী দুই দেশের উচিত সহনশীলতার বার্তা ছড়িয়ে দেয়া। উভয় দেশের জন্য শান্তিই একমাত্র পথ।

পাকিস্তান সফরে গিয়ে সমালোচিত হওয়া সিধুকে নিয়ে গত মঙ্গলবার এক টুইট বার্তায় ইমরান খান লেখেন, পাকিস্তানে শপথ অনুষ্ঠানে আসায় আমি সিধুকে ধন্যবাদ দিতে চাই।

এর পর সিধুর সমালোচনাকারীদেরও একহাত দিতে ছাড়েন নি পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতে যারা সিধুকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছেন, তারা উপমহাদেশে শান্তির জন্য ক্ষতিকর। কারণ শান্তি ছাড়া আমাদের জনগণ কখনো উন্নতি করতে পারবে না।

ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে জড়িয়ে ধরে বিপাকে পড়তে হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ নভজোত সিং সিধুকে।

ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত থেকে অতিথি ছিলেন সিধু। পাকিস্তানের প্রেসিডেন্ট বাসভবনে সেই অনুষ্ঠানে দেখা যায়, বাজওয়া নিজে এগিয়ে এসে সিধুকে জড়িয়ে ধরেন। ওই সময় হাসিমুখে তাদের বেশ কিছু কথাবার্তা আদানপ্রদান হয়।

সেই ছবি সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একের পর আক্রমণের শিকার হচ্ছেন সিধু। অনেকেই মন্তব্য করেছেন, চিরশত্রু রাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে গলাগলি করে কাজটা মোটেই ভালো করেননি তিনি।

হরিয়ানার বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ আরেক কাঠি সরস, পাকিস্তান সেনাপ্রধানকে জড়িয়ে ধরে সিধু নিজের দেশের সঙ্গে বেঈমানি করেছেন। কেউ কেউ বলছেন, সম্প্রতি মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ভারতবাসী। এ অবস্থায় তার সেই অনুষ্ঠানে যোগ দেয়া উচিত হয়নি।

উপরে