চার হাজারেরও বেশি ওয়েবসাইট-অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে চীন
চার হাজারেরও বেশি ওয়েবসাইট এবং অনলাইন অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
দেশটির অনলাইন সাহিত্য থেকে রুচিহীন তথ্য মুছে ফেলার লক্ষ্যে তিনমাস ধরে পরিচালিত ক্যাম্পেইনে এসব ওয়েবসাইট ও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
গত মে মাসে দেশটির পর্নোগ্র্যাফিক ও অবৈধ প্রকাশনা বিরোধী জাতীয় দপ্তর এবং রাষ্ট্রীয় প্রেস ও পাবলিকেশন প্রশাসন যৌথভাবে এই ক্যাম্পেইন শুরু করে।
একটি বিবৃতিতে সংস্থা দুইটি জানিয়েছে, আগস্ট পর্যন্ত সারাদেশে ১২০টি আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। ২৩০টি প্রতিষ্ঠানকে অনিয়ম সংশোধনের নির্দেশ দেয়া এবং এক লাখ ৪৭ হাজার রুচিহীন তথ্য সরিয়ে নেয়া হয়েছে।
তারা জানিয়েছে, কপিরাইট আইন লঙ্ঘনের পাশাপাশি অনলাইন উপন্যাসগুলোতে মূল্যবোধহীনতা ও অশ্লীলতা ছড়ানোর মতো বিষয়বস্তু এই ক্যাম্পেইনের লক্ষ্যবস্তু ছিল। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অনলাইন সাহিত্যকে আরও পরিচ্ছন্ন করবে।