শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 September, 2018 01:59

উইকিলিকসের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন জুলিয়ান অ্যাসাঞ্জ
নিজস্ব প্রতিবেদক :

উইকিলিকসের সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তার স্থলাভিষিক্ত হবে আইসল্যান্ডের সাংবাদিক ক্রিস্টিন হ্রাফনসন। তবে ওয়েবসাইটটির প্রকাশক হিসেবে থাকবেন অ্যাসাঞ্জ।

বুধবার রাতে উইকিলিকস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’।

এতে বলা হয়, ইন্টারনেট অ্যাকসেস বন্ধ হওয়ার পর থেকে সারাবিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে গেছেন অ্যাসাঞ্জ। জামিনের শর্ত ভঙ্গ করায় যুক্তরাজ্যের পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে পারে- এই ভয়ে গত ছয় বছর ধরে ইকুয়েডরের দূতাবাসে লুকিয়ে আছেন তিনি।

এর আগে উইকিলিকসের মুখপাত্রের দায়িত্ব পালন করা হ্রাফনসন এক বিবৃতিতে বলেন, অ্যাসাঞ্জের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আমি উইকিলিকসের আদর্শের ভিত্তিতে এর গুরুত্বপূর্ণ কাজের ধারাবাহিকতা বজায় রাখার যে সুযোগ পেয়েছি, তাকে স্বাগত জানাই।

গত বছরের ডিসেম্বরে রাশিয়ায় ইকুয়েডরের দূতাবাসের একজন কাউন্সিলর হিসেবে অ্যাসাঞ্জকে নিয়োগ দেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু ব্রিটিশ সরকার তাকে কূটনৈতিক পদমর্যাদা দিতে অস্বীকৃতি জানায়।

গত মার্চে তিনি একটি টুইট বার্তায় সলিসবারিতে নোভিচককে হত্যা চেষ্টার সঙ্গে রাশিয়া জড়িত থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেন। এতে রুশদের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয় ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো’র। তখন অ্যাসাঞ্জের ইন্টারনেট অ্যাকসেস বিচ্ছিন্ন করে দেয়া হয়।

গত বুধবার মোরেনো জানান, গ্রেপ্তার ছাড়াই অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডর দূতাবাস ছাড়ার সুযোগ দিতে ব্রিটেনের সঙ্গে সমঝোতা করবেন তিনি।

উপরে