ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে নিহত ৮০০ ছাড়ালো
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ এজেন্সি জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপে শুক্রবারের ভূমিকম্পের পর শক্তিশালী সুনামিতে কমপক্ষে ৮৩২ জনের মৃত্যু হয়েছে। তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা তাদের প্রাথমিক ধারণার চেয়ে অনেক বড়।
এজেন্সির মুখপাত্র সুতপো পুরও নুগরোহো এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অনেকেই ধসে পড়া ভবনের নিচে আটকে পড়ে আছেন। তিনি বলেন, ভূমিকম্পের পর ছয় মিটার (২০ ফুট) উঁচু পর্যন্ত সুনামি ঢেউ সৃষ্টি হয়।
ইন্দোনেশিয়ার পালু শহরে উদ্ধারকারীরা শুধু হাত দিয়েই পাগল মতো জীবিতদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। তবে ডোঙ্গালা শহরের অবস্থা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে, কেননা সেখানে ক্ষয়ক্ষতির ফল এখনও জানা যায়নি।
ভূমিকম্প রাস্তাঘাট বন্ধ ও ব্রিজ ধসে পড়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রেড ক্রস জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা এক বিবৃতিতে জানিয়েছে, এটা ইতোমধ্যেই একটি ট্র্যাজেডি কিন্তু এটি আরও খারাপের দিকে যেতে পারে।
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেছেন, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে।
দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এরইমধ্যে পালু পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন।
ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের ইন্দোনেশিয়া কান্ট্রি ম্যানেজার ইয়েন্নি সুরইয়ানি বলেছেন, ডোঙ্গালায় স্থল বা আকাশপথে যাওয়া যাচ্ছে না এবং সাহায্য কেবল সমুদ্র পথে সরবরাহ করতে হবে।
এদিকে শুক্রবারের ওই ভয়াবহ ভূমিকম্পের পর আরও সিরিজ শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।